Логотип каналу Mrittika Debnath Mrittika Debnath
  • Кастомний URL: @mrittikadebnath
  • Країна: Бангладеш 🇧🇩
  • Мова опису: Бенгальська

  • Тип YouTube каналу
  • Аудиторія: 1.68K
  • Перегляди відео: 70.69K
  • # відео: 52
  • Категорія: Музика Музика Азії
  • Дата створення: 2020-06-14
  • Дата оновлення: 2024-05-16
Активність аудиторії: 42
Переглядів на відео: 1.36K
Ключові слова: Mrittika Debnath


গানের অনুপ্রেরণা আমার মা। সংগীতে হাতেখড়ি ওস্তাদ পূর্ণ চন্দ্র মণ্ডলের কাছে। রবীন্দ্র সংগীতের প্রথম তালিম ছোড়দা সেবক বিশ্বাসের কাছে। প্রতিযোগিতায় গান শুনে খুলনা বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোস্তফা কামালের আহ্বানে অডিশনে দিয়ে শিশুশিল্পী হিসাবে তালিকাভুক্ত হই। গান শুনে খুলনার বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাধন ঘোষ ডেকে নেন তালিম নেওয়ার জন্য। উচ্চাঙ্গ সংগীতের তালিম আলী আহমেদ ও নারায়ণ চন্দ্র রায়ের কাছে। তানপুরায় তালিম কামরুল ইসলামের কাছে। বাজাতে পারি হারমোনিয়াম, কিবোর্ড, তবলা, চাকি। গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ৩২টি প্রথম পুরস্কার অর্জন করি। ১২ বছর গানের শিক্ষকতা করেছি খুলনার নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন, বাংলাদেশ ম্যাথডিস্ট চার্চ ও বাগেরহাটের মূর্চ্ছনা একাডেমিতে। পরিচালনা করছি ‌'‌শুদ্ধ সংগীতালয়'। আধুনিক গান, ছড়া গান, পল্লীগীতি, ভক্তিগীতি ও দেশের গানে সুর, মিউজিক, স্বরলিপি করছি। প্রকাশিত বই 'পেঁয়াজ ছাড়া রান্না-বান্না'। পত্রিকায় লিখছি সংগীত, ভ্রমণ, রান্না বিষয়ে। আমার সুর করা, গাওয়া গান, শুদ্ধ সংগীতচর্চা বিষয়ক পরামর্শ নিয়ে সাজানো হয়েছে চ্যানেলটি।